বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২৩

ইভেন্টস

  • আইডিয়াথন:  বাংলাদেশের স্টার্টআপ উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করে ‘আইডিয়াথন’ কনটেস্ট। উদ্ভাবনী স্টার্টআপের খোঁজে ‘লেটস স্টার্ট ইউ আপ’স্লোগানে শুরু হওয়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইডিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত চূড়ান্ত প্রতিযোগিতায় ৩০টি দল অংশগ্রহণ করে এবং সেরা ৫টি স্টার্টআপকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। প্রতিযোগিতার সেরা ৫ বিজয়ী স্টার্টআপ হতে ১০ জন তরুণ উদ্যোক্তা ৬ মাস দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেছে।
  • বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট-২০২১: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপকে অনুপ্রাণিত করতে আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রজেক্ট ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট-২০২১’প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্টার্টআপ ধারণা, সম্ভাব্যতা, ব্যবসা, প্রযুক্তি, অর্থ ও ক্যাম্পেইনের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশসহ ৫৭টি দেশের ৭ হাজারেরও বেশি স্টার্টআপ ও উদ্ভাবক অংশ নেয়। “ওয়ান বিগ উইনার ২০২১” হিসেবে এক লক্ষ মার্কিন ডলারের পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি তরুণদের স্টার্টআপ 'ওপেন রিফ্যাক্টরি'। স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রামিংয়ের ভুল শনাক্ত ও সংশোধন করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী স্টার্টআপটি এ পুরস্কার জিতে নেয়।
  • লেভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট এন্ড গ্রোথ অব আইটি-আইটিএস ইন্ডাস্ট্রি প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের জন্য লন্ডনে একটি নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করা হয়েছে। এছাড়াও সারাদেশ থেকে ৬৪টি টিম এর ৪৫০ জন অংশগ্রহণকারীকে নিয়ে অনলাইনে ২ দিনব্যাপী ব্লকচেইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।
  • আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি): রাশিয়ার মস্কোর ম্যানিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আইসিপিসি ২০২১’ ৪৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এশিয়া-পশ্চিমাঞ্চলে প্রথম স্থান অর্জন করে ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়’ (বুয়েট)।
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২১: এবার আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে মোটি ১৫টি পদক জিতেছে বাংলাদেশ দল। এর মধ্যে রয়েছে চারটি স্বর্ণ, দুইটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ ও চারটি টেকনিকাল পদক।
  • আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১: এ প্রতিযোগিতায় মোট ১২টি দেশ অংশগ্রহণ করে। এবারের আয়োজনে একটি সিলভার, দুটি ক্যাটেগরিসহ একটি প্রোটোটাইপ ক্যাটেগরিতে বাংলাদেশ সর্বমোট চারটি পুরস্কার জিতে নেয়।
  • যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২১: GITC-2021 কোভিড-১৯ এর কারণে গত ২০-২১ অক্টোবর ২০২১ খ্রি. তারিখে দক্ষিণ কোরিয়া থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশের চারজন প্রতিযোগী বেষ্ট এওয়ার্ড (১ম স্থান) সহ মোট চারটি পুরস্কার অর্জন করে।
  • ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতা ২০২১: ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলা ভাষা-প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা ও সফটওয়্যার ডেভালপমেন্ট কার্যক্রমে নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও ডেভালপারদেরকে উৎসাহিত করার জন্য  ‘বাংলার  জন্য  কৃত্রিম  বুদ্ধিমত্তা (AI for Bangla) প্রতিযোগিতা ২০২১’ অনুষ্ঠিত হয়।  এ প্রতিযোগিতার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও ডেভেলপারদেররা বাংলা নিয়ে কাজ করতে দারুণ উৎসাহী হয়েছে।
  • জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৮: শিশু-কিশোরদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে মার্চ, ২০১৮ থেকে সারা দেশে ১৮০টি স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে দেশব্যাপী ‘জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৮’ আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ৩০ অক্টোবর, ২০১৮ বিসিসি মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়।
  • জাতীয় কলেজিয়েট প্রোগামিং প্রতিযোগিতা (এনসিপিসি) ২০২০: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল গত ২২ ফেব্রুয়ারি ২০২০ খ্রি. তারিখে জাতীয় কলেজিয়েট প্রোগামিং প্রতিযোগিতা (এনসিপিসি) ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আয়োজন করে। এতে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) অংশগ্রহণকারী তিনটি দলসহ দেশের ৭৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫০টি দল অংশগ্রহণ করে। ১১টি সমস্যার মধ্যে নয়টির সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ সোয়াম্পফায়ার’ দল। আর আটটি সমস্যা সমাধান করে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয় যথাক্রমে বুয়েটের ‘বুয়েট হেলবেন্ট’ ও ‘সমাহিত’দল।
  • যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইসিটি প্রতিযোগিতা ২০২০: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ২১ নভেম্বর ২০২০ খ্রি. তারিখে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইসিটি প্রতিযোগিতার আয়োজন করে। সারাদেশ থেকে মোট ১৫৭ জন প্রতিযোগি ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান কার্যালয় ঢাকাসহ বিসিসির রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুর আঞ্চলিক কার্যালয়ে এ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরীর প্রত্যেকটি হতে সেরা ৩ জন করে নিয়ে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।
  • ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২১: দেশের হাই স্কুল ও কলেজের ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য ‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে “ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি)” আয়োজন করা হয়।
  • জাতীয় নারী  প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনজিপিসি)-২০২১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর আয়োজনে গত ১ ডিসেম্বর, ২০২১ খ্রিঃ তারিখে ৫ম ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  সারা দেশ হতে ৪৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১২৫টি দল এনজিপিসি-২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে বুয়েট শিক্ষার্থীদের দল  "BUET A Team Has No Name", প্রথম রানার আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল "JU Ordinary" এবং দ্বিতীয় রানার আপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল  “RUET RecycleBin”।
  • শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন "লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট" প্রকল্পের সৌজন্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের "তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভলেপমেন্টাল ডিজওর্ডার (এনডিডি)সহ সবধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন" প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ৬০০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে ল্যাপটপ বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • ০৬-১১ নভেম্বর, ঢাকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলির ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) এর ৪৫তম ‌আসর অনুষ্ঠিত হয়। আইসিটি বিভাগ, আইসিপিসি ফাউন্ডেশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর সহযোগিতায় এ প্রোগ্রাম আয়োজন করা হয়।